তিন-চতুর্থাংশ মানুষ প্রেসিডেন্ট ইউনকে চান না

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

তিন-চতুর্থাংশ মানুষ প্রেসিডেন্ট ইউনকে চান না

আন্তর্জাতিক ডেস্ক :ইউন সুক-ইয়োলকে আর নিজেদের প্রেসিডেন্ট মনে করেন না দক্ষিণ কোরিয়ার প্রায় তিন-চতুর্থাংশ মানুষ। অনলাইন বিবিসির খবরে বলা হয়েছে, সর্বশেষ জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। তাকে সমর্থন না করা এসব মানুষ মনে করেন হয়তো প্রেসিডেন্টের উচিত পদ থেকে সরে যাওয়া না হয় তাকে অভিশংসিত করা। এর মধ্যে আছেন ইয়াং সুনসিল। তিনি নামডায়েমুন মার্কেটে একটি সামুদ্রিক খাদ্যের দোকানে কাজ করেন। সেখান থেকে বলেছেন- মঙ্গলবার রাতে সামরিক আইন জারির ঘোষণা দেখাটা ছিল ভীতিকর। কতটা হতাশ হয়েছি এই ঘোষণায়, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। পুরো রাত আমি ঘুমাতে পারিনি। ৫০ বছর বয়সী  সুনসিল বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার ওপর আস্থা পুরোপুরি হারিয়েছি। আমি মনে করি তিনি আর আমার প্রেসিডেন্ট নন। তিনি অভিশংসিত না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো। তাকে প্রেসিডেন্ট পদে কোরিয়ার মানুষ আর মেনে নেবে না। আমিও পারি না।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ