‘ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরেই নির্বাচিত সরকার দেখবো’

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

‘ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরেই নির্বাচিত সরকার দেখবো’

ডায়ালসিলেট ডেস্ক:পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আমি ব্যক্তিগত মনে করি আগামী বছরেই আমরা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখবো। আমার ব্যক্তিগত মতামত, জানি না কী হবে।’শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে। অনেক টাকা দেশের বাইরে পাচার হয়েছে; মানুষের টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে। সুখ্যাতি অর্জনের জন্য বিগত সরকারের সময় প্রকল্প নেয়া হয় উল্লেখ তিনি আরও বলেন, গত সরকারের আমলে যেসব প্রকল্প নেয়া হয়েছিল, তার মধ্যে পদ্মা সেতুসহ বেশ কয়েকটি ভালো প্রকল্প আছে। কিন্তু ওই সব প্রকল্পের মধ্যে অনেকগুলোই ‘প্রেস্টিজ প্রকল্প’ বা সুখ্যাতি অর্জনের জন্য নেয়া হয়েছিল।

এসব প্রকল্প নিয়ে কী করা যায়, সেটা ভেবে দেখা হচ্ছে হবে বলে জানান অর্থ উপদেষ্টা।

 

0Shares