প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: সিরিয়ার রাজধানী দামেস্কেরর দিকে এগোচ্ছে বিদ্রোহীরা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ কী করবেন, তা নিয়ে আলোচনা চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্টরাও রয়েছে। এ ছাড়া সেখানে তুরস্কের সমর্থন পাওয়া বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। এদিকে বাশারের সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। সিরিয়ায় ১৩ বছর ধরে চলছে গৃহযুদ্ধ। এ পরিস্থিতিতে কাতারের দোহায় ইরান, তুরস্ক ও রাশিয়া আলোচনা করে সিরিয়ার পক্ষগুলোকে আলোচনায় বসতে বলেছে। তবে যুক্তরাষ্ট্র এতে মাথা ঘামাবে না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ইঙ্গিত দিলেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র। দেশটি আমাদের বন্ধু নয়।’ তিনি আরও লিখেছেন, ‘সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে, তাদের লড়তে দিন। এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই।’
সিরিয়ায় ইতিমধ্যে গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর দামেস্ক শহর ঘিরতে শুরু করার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এ পরিস্থিতিতে সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়া, ইরান, কাতার ও তুরস্ক।
গত বুধবার থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে বাশারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। গত ২৭ নভেম্বর হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে এইচটিএস গঠিত হয়। এইচটিএসের নেতৃত্বে ঘটনার আকস্মিকতায় দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে সরকারি বাহিনী। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এর পর থেকে একে একে অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে আসাদের সরকারি বাহিনী।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech