বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি ময়নাতদন্ত

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি ময়নাতদন্ত

ডায়ালসিলেট ডেস্ক :উদ্বেগ-উৎকণ্ঠা চারদিকে। আছে নতুন নতুন গুজব। গত ক’দিনে বাংলাদেশ-ভারত সম্পর্কে যা ঘটেছে তা ৫২ বছরের ইতিহাসে নজিরবিহীন। কেন এমনটি হলো? ভারতকে তো বাংলাদেশের মানুষ বন্ধু জ্ঞান করে। ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু আজ ভারতের সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে! বলা হচ্ছে এসবই ছিল মেকি। পাকিস্তানকে শিক্ষা দেয়ার জন্য ভেঙে টুকরো করেছে একটি স্বার্বভৌম রাষ্ট্রকে। সবই রাজনৈতিক বিবেচনা থেকে।

৩৬ জুলাই খ্যাত ৫ই আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর সীমান্তের ওপারে সংঘঠিত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আজ ভারতের সঙ্গে বিদ্যমান ‘বন্ধুত্ব’কে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ৩৬ জুলাই বদলে দিয়েছে এই বদ্বীপের শাসন ব্যবস্থা তথা রাজনীতির হিসাব-নিকাশ। দিল্লির সমর্থনে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার স্বৈরশাসনের শোচনীয় পতন হয়েছে ওই দিনে। জনরোষ থেকে প্রাণে বাঁচতে হাসিনা তাঁর দুনিয়ার একমাত্র মিত্র ভারতেই আশ্রয় নিয়েছেন। সেখানে তিনি কেমন আছেন? তার প্রতি দিল্লির ভালোবাসা বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধনে কতটা প্রভাব পড়তে পারে? এসব থাকছে আমাদের জনতার চোখের এবারের সংখ্যায়।

সেই পোস্টমর্টেমটি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি, কূটনীতি ও রাজনীতি বিশ্লেষক মিজানুর রহমান।

0Shares