ভয়াবহ অভিজ্ঞতা সোমিতৃষার

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

ভয়াবহ অভিজ্ঞতা সোমিতৃষার

বিনোদন ডস্ক:ছোট পর্দার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ভারতীয় অভিনেত্রী সোমিতৃষা। সেখান থেকে আসেন বড় পর্দায়। তার এবার ওটিটিতেও আত্মপ্রকাশ হয়েছে। তার প্রথম সিরিজ ‘কালরাত্রি’ মুক্তি পেয়েছে ৬ই ডিসেম্বর। এর প্রচারে এসে সম্প্রতি নিজের জীবনের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা জানালেন তিনি। অভিনেত্রী বলেন, অনেকে ভাবেন, আমরা অভিনেত্রীরা পর্দায় একে অপরকে ছুঁই, তাই সে খুশি এসে যেন ছুঁতে পারে। আমি যখনই মেয়েদের সঙ্গে ছবি তুলি তাদের জড়িয়ে ধরি। কিন্তু এমন হয়েছে, কিছু ছেলে বা কাকুর বয়সী লোক কোমরে হাত দিয়ে দিয়েছে। যদিও সেই অভিজ্ঞতা হয়তো ৫ শতাংশ। এটা আমার কাছে ভয়াবহ অভিজ্ঞতা। কারণ এর জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। তিনি বলেন, আমি তো একটা মেয়ে, আমাকে যদি অন্য রকমভাবে কেউ ছুঁতে চায় আমি বাধা দিতে পারবো না। আমার সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারাই সেটা করে। সেই কারণে গার্ড প্রয়োজন। পেশা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ নিরাপত্তাহীনতা হয়। আমি না হয় যে উপার্জন করছি সেটা খরচ করছি কিংবা অন্য কিছু করছি। কারণ সংসারের চাপ নেই। একটা সিরিয়াল যদি তিন মাসেই বন্ধ হয়ে যায়, টেকনিশিয়ানরা যদি কাজ না পান, তাদের চলবে কী করে? আমার মনে হয় চ্যানেল কর্তৃপক্ষের একটু রিসার্চ করে দর্শকদের চাহিদাটা বোঝা উচিত। আর প্রতিযোগিতা আগেও ছিল। কিন্তু আমাদের বুঝতে হবে, কী কারণে দর্শক মুখ ফেরাচ্ছেন। জানি, টলিউডে হাতেগোনা কয়েকটা চ্যানেল ও প্রযোজনা সংস্থা আছে। সেখানেই কাজ হয়। আমি চাই, ঘুরিয়ে-ফিরিয়ে সবাই কাজ পাক।

0Shares