প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংবিধান পরিবর্তনে বিএনপির দ্বিমত নেই, সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে? এটি করার এখতিয়ার কার? সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের। আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদে। কিন্তু কেউ কেউ বলছেন যে, আমরা করে ফেলবো। আপনারা কারা? আপনাদের ম্যান্ডেট কোথায়? কেউ কেউ বলছেন, জুলাই- আগস্টের ম্যান্ডেট, এটা এভাবে বলা যায় না।’
শনিবার লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য বিএনপির আয়োজনে সভায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি মহাসচিব।
বিপ্লবী সরকার গঠনের প্রশ্ন তুলে ফখরুল বলেন, ‘তাহলে আপনারা বিপ্লবী সরকার গঠন করলেন না কেন? বিপ্লবী পরিবর্তন আনতে পারতেন। এই সংবিধানের অধীনেই আপনারা শপথ নিয়েছেন। তবে প্রয়োজনীয় যে বিষয়গুলো সংবিধানে আছে, সে পরিবর্তনগুলো আনতে হবে। সংবিধান সংস্কার যে কমিটি করা হয়েছে, বিএনপি তার সঙ্গেও একমত।’ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমান সরকারকে বিষয়গুলো উপলব্ধি করতে হবে। এখন সমানে হঠকারিতা করার কোনো সুযোগ নেই, একটু স্লিপ করলেই একদম শেষ, এজন্য সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে কথাবার্তাসহ সবকিছুতেই সাবধান থাকতে হবে। এবার যদি ভুল হয়, তাহলে নতুন একটি বাংলাদেশ তৈরি করার যে সুযোগ এসেছে, সেটি আমাদের হাতছাড়া হয়ে যাবে। পতিত ফ্যাসিস্ট দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech