প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাইলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার সকাল ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকাবাসী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে। এ ঘটনায় ডিএমপি নানা ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হয়। ডিএমপি ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেছেন, সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত।
এ সময় ঢাকাবাসী তথা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন ডিএমপি কমিশনার।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘জুলাই-আগস্টে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সহমর্মিতা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ডিএমপি তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেয়ার জন্য কাজ শুরু করছে। ইতিমধ্যে ডিএমপির যেসব সদস্য অপেশাদারিত্ব কাজ করেছে তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।’
ছাত্র-জনতার আন্দোলন ঘিরে যেসব পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech