তিনি বলেন, টাকা উত্তোলন করে সিএনজি চালিত অটোরিকশায় শিবগঞ্জ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শিবগঞ্জ ফরহাদ খাঁ’র পুল সংলগ্ন ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে পৌছামাত্র ৬টি মোটরসাইকেলে ছিনতাইকারীরা অটোরিকশা আটকিয়ে দুই ভাইকে জিম্মি করে অস্ত্রের মুখে ৪২ লাখ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা জানান, ওই এলাকার সিসি ফুটেজে একটি মোটরসাইকেল (সিলেট হ/ল ১১-০১৪৫ লাল রং, পালসার অথবা টিভিএস ছিনতাই করে পালাতে দেখা গেছে।