প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪
ডায়ালসিলেট ডে স্ক:সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দ্রুত পাথর কোয়ারী খুলে দেয়ার দাবি করেন আয়োজকরা, অন্যথায় হরতালসহ লাগাতার কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসম্বর) দুপুরে স্থানীয় হাদারপার বাজারে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা এম এ হকের সভাপতিত্বে ও বিছনাকান্দি পাথর সাপ্লাইয়ার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও পাথর ব্যবসায়ী সমিতির সদস্য বদরুজ্জামান বদরুলের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ব্যবসায়ী আব্দুন নুর, সাবেক মেম্বার ওসমানগনি,ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস শহীদ, সিফত উল্লাহ, কলিম উল্লাহ, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জৈন উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্র সংসদের আহবায়ক আব্দুল মান্নান, রুস্তুমপুর ইউনিয়ন জামাতের আমির জসিম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নাহিদুল হক, বিছনাকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস ছত্তার, আবুল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের গত ৩০ অক্টোবরের রায়ের প্রেক্ষিতে বৈধ ভাবে বিছনাকান্দি পাথর কোয়ারির ব্যবসায়ীরা পাথর ক্রয় করার পর পুলিশ ও প্রশাসন কর্তৃক হয়রানি বন্ধের দাবি জানান।
তারা বলেন, ভারত থেকে এলসির মাধ্যমে পাথর আমদানি বহাল রাখতে একটি মহল সরকার প্রশাসনকে আইনের মারপ্যাচে ব্যস্তরেখে বিছনাকান্দিসহ দেশের সবকটি পাথর কোয়ারি বন্ধ রেখেছে। অবিলম্বে বিছনাকান্দিসহ সকল পাথর কোয়ারি খুলে না দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন বক্তারা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech