প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: রাজধানীর পূর্বাচলে গাড়ির ধাক্কায় বুয়েটশিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিনজন দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকেরা। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) তাদের ডোপ টেস্ট করা হয়।
জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানান, প্রাইভেটকারের চালক মুবিন আল মামুনের শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। অপরজন আসিফ চৌধুরীর শরীরে অ্যালকোহল–জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি।
এদিকে আজ ওই তিনজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। তবে ছুটির দিন হওয়ায় শুনানির জন্য আগামী রোববার তারিখ নির্ধারণ করেন আদালত। পরে তাদের কারাগারে নেওয়া হয়।
আদালত চত্বরে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু রায়হান গণমাধ্যমকে বলেন, গতরাতে খুব কুয়াশা ছিল এবং সড়কে সংকেতবিহীন চেকপোস্ট ছিল। গাড়িটি হঠাৎই চেকপোস্টের ব্যারিকেডে ধাক্কা দেয় এবং ব্যারিকেডটি পরে মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, পূর্বাচল এলাকায় ঘন ঘন অপরাধ সংঘটিত হচ্ছিল। এ কারণে দুই সপ্তাহ ধরে ৩০০ ফুট সড়কের ওই জায়গায় চেকপোস্ট বসায় পুলিশ। নির্দিষ্ট দূরত্বে এর সংকেতও ছিল। তিনি আরও জানান, ঘটনার পর প্রাইভেটকারের চালকের আসনে থাকা মুবিন ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে তল্লাশিচৌকিতে একটি মোটরসাইকেল থামায় পুলিশ। মোটরসাইকেল আরোহী তিনজন সেখানে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলার সময় একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী বুয়েট শিক্ষার্থী মুহতাসিম নিহত হন। গুরুতর আহত হন বুয়েটের আরও দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। তারা সিএসই বিভাগের শিক্ষার্থী।
ঘটনার পর প্রাইভেটকারটি তল্লাশি করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech