প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, স্থানীয় কিছু ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুকে গলায় জুতার মালা পরিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করছে। ভিডিওতে জামায়াত সমর্থক আবুল হাসেমের নেতৃত্বে কয়েকজন স্থানীয় যুবক মুক্তিযোদ্ধাকে হেনস্তা করে এবং তাকে কুমিল্লা ছাড়া হওয়ার হুমকি দেয়।
বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা এলাকার বাসিন্দা এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তবে কিছুদিন আগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুক্তিযোদ্ধা কানু গলায় জুতার মালা পরিয়ে তাকে এলাকায় থাকার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এ সময় তিনি জুতার মালা সরিয়ে দিয়ে জানান, “আমি আর এখানে আসব না।”
মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু সাংবাদিকদের বলেন, ‘‘আমি কখনোই তাদের ক্ষতি করিনি, বরং আওয়ামী লীগের এমপির রোষানলে পড়ে ৮ বছর এলাকা ছাড়া ছিলাম।’’ তিনি আরও বলেন, ‘‘বিচার তো কোথায় পাব? তারা জামায়াতের রাজনীতি করে, আর আমি আওয়ামী লীগ করি।’’
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান জানান, ‘‘ঘটনার পর মুক্তিযোদ্ধা কানু মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানান। তবে তিনি প্রথমে অভিযোগ করতে চাননি, কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে আবারও অভিযোগ দিতে বলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’’
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সাথে সাথে দেশ বিদেশে এ নিয়ে চলছে সমালোচনা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী লিখেন, আবদুল হাই কানু বীর প্রতীককে গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘুরিয়ে এলাকা ছাড়া করেছে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পাতড্ডা বাজারে ঘটনাটি ঘটেছে।একজন প্রশ্ন করেছিলেন কী অন্যায় তিনি করেছেন?উত্তরে দেশদ্রোহীরা বলেছে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন, এটাই তাঁর দোষ !!!
যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মাহমুদুর রহমান তার ফেসবুকে লিখেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করা কি উনার অপরাধ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু (বীর প্রতীক) বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য,গ্রাম: লুদিয়ারা, ইউনিয়ন: ১০নং বাতিসা, উপজেলা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা। এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী স্বাধীনতা বিরোধীচক্র আজ ২২ ডিসেম্বর সকালে উনাকে বাড়ী থেকে ডেকে নিয়ে এইভাবে অপমান অপদস্ত করেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জয় বাংলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech