কাশ্মীরে ভারতের ৫ সেনা নিহত

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাশ্মীরের পুঞ্চ জেলার ঘারোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি জানিয়েছে, সেনা ট্রাকটি রাস্তা থেকে পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

 

জানা গেছে, সেনা যানটি বানই এর দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়। আহত সেনা সদস্যদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 

সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস হোয়াইট নাইট কর্পসের পক্ষ থেকে জানানো হয়, ‘পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় পাঁচ সাহসী সৈন্যের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

 

দ্রুত সাড়া দেওয়ার দল এবং জম্মু-কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ পরিচালনা করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

কাশ্মীরের দুর্গম এলাকায় প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। পাহাড়ি রাস্তার কারণে এসব অঞ্চলে যান চলাচল ঝুঁকিপূর্ণ। সেনা সদস্যরা অপারেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

পুঞ্চ জেলার এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো অঞ্চলে শোকের ছায়া ফেলেছে। নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী।

 

0Shares