প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪
স্পোর্টস ডেস্ক:এমনিতেই সময়টা ভালো যাচ্ছেনা স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনার। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ম্যাচ হেরে টেবিলের দুইয়ে নেমে গিয়েছিল কাতালানরা। আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদের ধাক্কায় বর্তমান অবস্থান তিনে। চোট সমস্যাও যেন পিছু ছাড়ছে না হান্সি ফ্লিকের শিষ্যদের। এবার ছিটকে গেলেন তাদের স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেস।
স্প্যানিশ লীগে অ্যাটলেটিকোর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে পেশীতে ব্যাথা অনুভব করছিলেন তোরেস। প্রথমাবস্থায় তেমন গুরুতর কিছু মনে হয়নি। তবে মঙ্গলবার সকালে ডক্টর প্রুনার তত্ত্বাবধানে চোটের আরেক দফা পরীক্ষা করা হয়। সেখানেই নিশ্চিত করা হয় চোট। তোরেসের ডান পায়ের সোলেস পেশীতে সমস্যা দেখা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সা কতৃপক্ষ জানায়, ‘গত শনিবারের ম্যাচ পেশীতে অস্বস্তি নিয়ে শেষ করেছিলেন প্রথম দলের খেলোয়াড় ফেররান তোরেস। এই অস্বস্তির কারণে তার একটি এমআরআই করা হয়। তিনি ডান পায়ের সোলস পেশীতে আঘাত পেয়েছেন। আঘাত কাটিয়ে ওঠার পর তাকে কবে পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত করা হবে।’ চোট ছোট হলেও রোববার বারবাস্ট্রোর বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচে পাওয়া যাবেনা এই স্প্যানিশ ফরোয়ার্ডকে। এমনকি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষেও নিশ্চিত নন ২৪ বছর বয়সী এই বার্সা ফুটবলার। দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে সেদিন ৩৫ মিনিটের বেশি মাঠে ছিলেন তোরেস। ছন্দে থাকা এই ফুটবলার কয়েক ম্যাচেই বদলি খেলোয়াড় হিসেবে অনেক টেনে তুলেছেন বার্সাকে। ফুটবলের ভাষায় যাকে বলা হয় ‘সুপার সাব’। পুরো মৌসুমে মাত্র ১ ম্যাচই শুরু করতে পেরেছেন তিনি। তবে ৫ ম্যাচে করেছেন ৪ গোল। চ্যাম্পিয়নস লীগে নিজেদের শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও ত্রাতা হয়ে হাজির হন তোরেস। বার্সাকে একবার এগিয়ে দেবার কিছুক্ষণ পর সমতায় ফেরে জার্মান ক্লাবটি। সেই ম্যাচে জয়সূচক গোলটাও আসে তোরেসের পা থেকে। দলের এমন বাজে সময়ে এরকম গুরুত্বপূর্ণ ফরোয়ার্ডের অবর্তমানে কোচ ফ্লিকের ঘুম হারাম হবারই কথা। যদিও চোট সমস্যা এবার শুরু থেকেই নানা ভাবে ভোগাচ্ছে বার্সেলোনাকে। ইতিমধ্যে পুরো মৌসুমের জন্য দলের প্রথম গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগানকে হারিয়েছে কাতালুনিয়ানরা। তরুণ তারকা মার্ক বার্নালও ছিটকে গেছেন একই কারণে। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে এই মৌসুমে এখনও দলে পায়নি ফ্লিক। হেক্টর ফোর্ট ও ইয়ংস্টার লামিন ইয়ামালও দলের বাইরে চলে গেছেন এক মাসের জন্য।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech