মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। মো.কাউসার আলী উপজেলার সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের মৃত তাহির আলীর ছেলে।
লিখিত বক্তব্যে কাউসার আলী বলেন, তার পিতার ৯০০ শতক ভূমিসহ বেশ কিছু সম্পত্তি রয়েছে। উত্তরাধিকার সূত্রে তারা দুই ভাই ও এক বোন এসব সম্পত্তির মালিক। কিন্তু তিনি ও তার বোন যুক্তরাজ্য থাকা অবস্থায় এই সম্পত্তি ভাগ-বাটোয়ারা না করে একাই ভোগ করছেন তার বড়ভাই মৃত আয়ুব আলীর স্ত্রী আছিয়া আয়ূব মিনা ও তার কন্যা লিপি বেগম। তারা জাল দলিল করে বেশ কিছু জমি ইতিমধ্যে বিক্রি করেছেন। এখন জমির ক্রেতা কারিকোনা গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে রফিকুল ইসলাম জুবায়েরসহ একটি ভূমিখেকো চক্র তার অংশের বাকি সম্পত্তি দখলের পায়তারা ও বিক্রি করার চেষ্টা করছেন। এমনকি প্রভাবশালী এই চক্র তাকে বাড়িতে গেলে খুন ও গুম করার হুমকি দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এলাকার মুরব্বিয়ানরা তাদের পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিলে তা তিনি মেনে নেন। কিন্তু তার ভাবি আছিয়া আয়ূব মিনা তা মানছেন না। জমির ক্রেতা ও ভূমিখেকো চক্রকে সাথে নিয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
এমনকি এলাকার শালিশিয়ানদের হেয় প্রতিপন্ন করতে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। সাবেক মেম্বার আব্দুল মুমিন মেম্বারসহ মুরব্বিয়ানদের বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ তুলেছেন তার জন্য আছিয়া ও জুবায়েরকে নিঃশর্ত ক্ষমা না চাইলে তিনি আইনের আশ্রয় নিবেন বলেও হুঁশিয়ারি দেন।
প্রবাসী কাওসার আলী বলেন, সারাজীবন প্রবাসে থেকে ঘাম জড়ানো টাকা দিয়ে ঘরবাড়ি নির্মাণসহ সকল প্রয়োজনে নিয়মিত তার বড়ভাইকে অর্থ দিয়েছেন। এখন দেশে এসে তার পরিবার নিয়ে থাকতে হচ্ছে আত্মীয়-স্বজনদের বাড়িতে। তিনি এই প্রভাবশালী ভূমিখেকো চক্রদের হাত থেকে রক্ষা ও তার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সরকার ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।