সিলেটে র‍্যাবের অভিযানে স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

সিলেটে র‍্যাবের অভিযানে স্বামী-স্ত্রী গ্রেফতার

ডায়ালসিলেট ডেস্ক :সিলেটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর অভিযানে হত্যা মামলার পলাতক ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার ( ২৮ ডিসেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- গোয়াইনঘাট থানার দ্বারীখেল এলাকার সিরু মিয়ার ছেলে কালা মিয়া (৩০) ও তার স্ত্রী সলিমা বেগম (২৮)।

তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা রয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

0Shares