প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক:র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও র্যাব-১ এর পৃথক অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৪ জন ডাকাত দলের সদস্য ও ৩ জন হত্যা মামলার আসামি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের বিরামচর ও কাজিরগাঁও থেকে ৪ ডাকাত এবং বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শনিবার (২৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন পরীবাড়ি বাস স্ট্যান্ড গাজীপুর জেলার শ্রীপুর থানার এমসি বাজার থেকে হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করে র্যাব-৯ ও র্যাব-১। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- তাদের শায়েস্তাগঞ্জ (সিপিসি-৩) ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন বিরামচর ও কাজিরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ও জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করে।
এর মধ্যে ফারুক মিয়ার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের দায়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৯টি, স্বপন মিয়ার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের দায়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৭টি, রহমত আলীর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের দায়ে হবিগঞ্জ জেলার একাধিক থানায় ৫টি মামলা রয়েছে। এসব মামলায় তারা পলাতক ছিলেন।
পরে শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানার এমসি বাজার এলাকায় অভিযান চালিয়ে দ্বীন ইসলাম (৩৪) নামে আরেকজন আসামিকে গ্রেফতার করে র্যাব-১। তিনি আশুগঞ্জ থানার লালপুর নিয়াগাঁওয়ের মৃত মাজু মিয়ার ছেলে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech