দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা ব্যর্থ

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা ব্যর্থ

ব্যর্থ হয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তারের প্রচেষ্টা। প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বাসভবনে প্রবেশ করতে ব্যর্থ হন তদন্তকারী কর্মকর্তারা। এ খবর দিয়েছে ব্যাংকক পোস্ট। এতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার  দুর্নীতি তদন্ত কার্যালয়ের একটি দল শুক্রবার সকালে ইউন সুক ইয়োলের বাসভবনে প্রবেশের চেষ্টা করলে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে। এরপর স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে নিরাপত্তা উদ্বেগের কারণে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন তারা।

গত ৩রা ডিসেম্বর দেশে সামরিক আইন জারির ঘোষণা দেওয়ায় ইয়োলের বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব আনা হয়। প্রাথমিকভাবে প্রস্তাবটি পাস না হলেও পরে বিরোধী দলের তোপে তা পাস করতে বাধ্য হয়েছে পার্লামেন্ট। এরপর তার বিরুদ্ধে তদন্তে নামে দেশটির দুর্নীতি তদন্ত কমিশন। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তদন্তকারী দলের কার্যালয়ে হাজির হওয়ার অনুরোধ করলেও তাতে সাড়া দেননি ইয়োল। এরপর তারা ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। তাদের আবেদন মঞ্জুর করে ইয়োলকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত। ওই আদেশের পরিপ্রেক্ষিতেই শুক্রবার সকালে ইয়োলকে গ্রেপ্তার করতে যান তদন্তকারীদের একটি দল। তবে তারা ব্যর্থ হয়েছেন। এর আগেও ইয়োলের বাসভবনে তল্লাশি চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর তোপেরে মুখে ফিরে আসেন কর্মকর্তারা। প্রবল প্রতিরোধের মুখে অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে তদন্তকারী কার্যালয়। তবে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ