যুক্তরাজ‍্যে নতুন যাত্রা শুরু বাংলাদেশ প্রেসক্লাব ইউকে

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

যুক্তরাজ‍্যে নতুন যাত্রা শুরু বাংলাদেশ প্রেসক্লাব ইউকে

 

 

 

ষ্টাফ রিপোর্টার :: যুক্তরাজ‍্যের মাটিতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে প্রবাসী গণমাধ্যম কর্মীদের একটি সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউকে ।

৩১শে ডিসেম্বর ২০২৪ইং মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্ক হলে কেক কাটার মধ্যদিয়ে এর শুভ উদ্বোধন করেন। রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ ওয়ার্ডওয়াইল্ডের প্রধান সম্পাদক ও ক্লাবের চীফ পেট্রোন মোখলেসুর রহমান চৌধুরী। এ সময় তিনি বাংলাদেশ প্রেসক্লাব ইউকে ক্লাবের ওয়েবসাইট আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ।

প্রথমে পবিত্র কোরআন থেকে তিলওয়াত পাঠের মধ্যদিয়েঅনুষ্টিত শুরু হয়। পরে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নতুন ক্লাবের ভবিষ্যত পরিকল্পনা ও আগামীদিনে তা বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য বিভিন্ন বিষয় তুলে ধরেন নেতবৃন্দরা।

অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব আজমীর হাসান কনকের উপস্থাপনায় উদ্বোধনী পূর্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র ক্লাবের নব-নির্বাচিত আহবায়ক শাকির হোসেন। ক্লাবের বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সদস্য সচিব জুনায়েত রিয়াজকে।

এসময় আরো উপস্থিত ছিলেন, লন্ডন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার ও কাউন্সিল রহিমা রহমান, এনফিল্ড কাউন্সিলের মেয়র আমিরুল ইসলাম, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক মেয়র মতিন উজ জামান, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর মজিবুর রহমান, সাপ্তাহিক জনমত পত্রিকার সহকারী সম্পাদক মুসলেহ উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের উপদেষ্টা শাহান চৌধুরী সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্সের চেয়ারম্যান সোয়ালেহীন করীম চৌধুরী, বেস্ট চারিটির চেয়ারম্যান ও কমিউনিটি ব্যক্তিত্ব এডভোকেট আব্দুল হালিম হাওলাদার, কমিউনিটি ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন সোহরাব, ব‍্যারিস্টার ও সলিসিটর মাহাবুবুর রহমান, চার্টার্ড একাউটেন্ট মো. কায়কোবাদ, কমনওয়েলথ সলিসিটর লিমিটেডের প্রিন্সিপাল ব্যারিস্টার মুফতি নাফিস, একাউটেন্ট অ্যান্ড ট‍্যাক্স এডভাইজর এমডি এমএ খান, লন্ডন লায়ন্স স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট এনামুল হক, ক্লাব ফাউন্ডার জুবায়ের আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ক্লাব মেম্বার আব্দুল বাসিত, মাহবুব তোহা, সোহেল সাদ, কামরুল আই রাসেল, সোহেল আহমেদ, দেওয়ান বেলাল আহমদ চৌধুরী, আশরাফুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আবু বকর সিদ্দিক, এমকে জিলানী, শাকিল আহমেদ সোহাগ, মনির উদ্দিন, শাহ শরীফ উদ্দিন, জাহান চৌধুরী বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে শাকির হোসাইনকে আহ্বায়ক ও জুনায়েত রিয়াজকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ প্রেসক্লাব ইউকে ওয়েবসাইট : www.bangladeshpressclub.co.uk

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ