প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক :রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত হলেন ঢাকাই চলচ্চিত্রের সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান। শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে অভিনেত্রীর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি এবং চ্যানেল আইয়ের প্রাঙ্গনের অঞ্জনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল সোয়া ১১টায় অভিনেত্রীর মরদেহবাহী গাড়িটি যখন এফডিসিতে প্রবেশ করে, অভিনেত্রীকে শেষ বিদায় জানাতে সেখানে আরো আগে থেকেই অপেক্ষায় ছিলেন অভিনেতা আলমগীর, উজ্জল, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, চিত্রনায়িকা নূতনসহ চলচ্চিত্রের মানুষেরা। বিএফডিসিতে চিত্রনায়িকাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চোখের জলে বিদায় জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। আরো ছিলেন এসিড রুবেল, চিত্রনায়ক মেহেদী, অভিনেতা সুব্রত, নাসরিন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, জয় চৌধুরী, পলি আক্তার, রোমানা ইসলাম মুক্তি, নৃত্য পরিচালক ইউসুফ খান, শ্রাবণ সাহা প্রমুখ। জোহরের নামাজের পর দুপুর ১টা ৫০ মিনিটে জানাজা শেষে সেখান থেকে অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গনে। সেখানে দুপুর আড়াইটার আগ দিয়ে আরেকবার জানাজা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech