প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
ডায়ালসিলেট :সিলেটের জকিগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ কসকনকপুর ইউনিয়নের বিয়াবাইল গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে কাজী কমর উদ্দিন (৬২)।
ঘটনাটি শনিবার রাত ৯ টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের আটগ্রাম স্টেশন এলাকায় ঘটে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক আহত হয়েছেন। তার নাম মাসুম আহমেদ রাজ। তিনি কতোয়ালী থানাধীন সোনাতলা এলাকার সাদিপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে। খবর পেয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং গাড়ি দুটি পুলিশের হেফাজতে নেন।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech