প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক :কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর ও সেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী টিপুকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি খুলনার দৌলতপুরের বাসিন্দা মো. গোলাম আকবরের পুত্র।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
এ ঘটনায় খুলনা সিটি করপোরেশনের আরেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫। চালু খুলনার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আটক অপরজন মেজবাহ হক ভুট্টো। তিনি কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ইফতেখারকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে রাত ১২টার পর আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে র্যাব-১৫ এর অধিনায়ক বলেন, ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কক্সবাজারে আসেন।
হোটেল গোল্ডেন হিলের ‘অতিথি লিপিবদ্ধ বই’ এ দেখা গেছে আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সাথে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন।
রুমি নামের ওই নারী পলাতক বলে জানান র্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন।
এদিকে হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান।
এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।
নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক আব্দুস সালাম বাবু জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পায়নি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে।
এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান আব্দুস সালাম। হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech