প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক :: পাঠ্যপুস্তকে “ আদিবাসী ” শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে মারামারির ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিক, নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
একটি ছাত্র সংগঠন এই হামলায় চালায় বলে অভিযোগ। এতে নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
জানা যায়, এনসিটিবি ভবনের সামনে একটি ভুঁইফোড় সংগঠনের আড়ালে একদল সন্ত্রাসী আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর ভয়াবহ হামলা চালায়। এ হামলায় নারী শিক্ষার্থীসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বেশ কয়েকজনসহ সাধারণ শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। স্বাধীন বাংলাদেশে যেকোনো ব্যক্তি বা সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মত প্রকাশের অধিকার রয়েছে।
বিশেষ করে, বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অসংখ্য প্রাণের বিনিময়ে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সভা-সমাবেশের যে অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, তা ক্ষুণ্ন করে এধরণের পরিকল্পিত হামলা ভয়ঙ্কর উদ্বেগজনক।
এসময় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে বলে দলের বিভিন্ন রাজনৈতিক নেতারা আহবান জানান।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech