প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: জাতীয় নিরাপত্তা শঙ্কার জেরে আগামী রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। দেশটির আদালত টিকটকের আপিল খারিজ করে দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ-ই হয়ে যাচ্ছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি জানিয়েছে, চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে না বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। দেশটির প্রায় ১৭০ মিলিয়ন এই অ্যাপটি ব্যবহার করেন।
টিকটককে বন্ধের জন্য গত বছরে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাস হয়। পরে প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে স্বাক্ষর করেন।
রায়ে বিচারক বলেন, এতে কোনো সন্দেহ নাই, ১৭ কোটি মার্কিনি টিকটক ব্যবহার করেন। অ্যাপটি মানুষের স্বতন্ত্র অভিব্যক্তি প্রকাশ করে। কিন্তু, অ্যাপটির তথ্য সংরক্ষণ নিয়ে চিন্তায় কংগ্রেস এটি বন্ধ করছে।
টিকটক নিয়ে বাইডেনের অবস্থানের কথা ফের পরিষ্কার করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেরিন জেন-পিয়েরে। শুক্রবার তিনি বলেন, টিকটক মার্কিনিদের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু সেজন্য অ্যাপটির মালিকানা থেকে চীনা কোম্পানিকে সরে যেতে হবে।
বাইডেন সরকার থেকে পাস করা আইনটি যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকার প্রয়োগ করবে বলেও জানান পিয়েরে। তবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নমনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমকে প্রশ্ন করা হলেও তারা উত্তর দেননি। এমনকি, আদালতের রায়ের টিকটক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech