কারিনার সাইফের ওপর হামলার বিষয় নিয়ে বয়ান দিয়েছেন পুলিশকে

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ৫০ ঘণ্টা পার হয়ে গেছে। কিন্তু মুম্বাই পুলিশ এখনো হামলাকারীকে ধরতে পারেনি। তবে এ মামলার রহস্যের জট ক্রমেই খুলছে। জানা গেছে, সাইফের জবানবন্দি নেওয়ার অনুমতি এখনো দেননি চিকিৎসক। তবে কারিনার বয়ান নিয়েছেন।

 

গত বুধবার মধ্যরাতে বলিউডের নবাব পরিবারে নেমে এসেছিল সেই বিভীষিকাময় দিনটি। ওই রাতে সাইফ-কারিনার বাসায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চুপিসারে ঢুকে পড়েছিল। আর সাইফের ওপর আচমকা হামলা করেছিল দুর্বৃত্ত। এই বলিউড তারকার শরীরে ছয়বার ছুরি দিয়ে কোপ বসিয়েছিল ব্যক্তিটি। পরে সঙ্গে সঙ্গে সাইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সাড়ে তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ অভিনেতা।

 

লীলাবতী হাসপাতালের নিউরোসার্জন নিতিন ডাঙ্গে জানিয়েছেন যে সাইফকে আইসিইউ থেকে স্পেশাল ঘরে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন যে সাইফের ঘাড়ে, হাতে ও শিরদাঁড়ার কাছে গভীর ক্ষত আছে। জানা গেছে, চাকুর টুকরা তাঁর শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে। এদিকে সাইফের ওপর হামলাকারীর তিনটি ছবি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শেষ দেখা গেছে বান্দ্রা স্টেশনের কাছে। পুলিশের অনুমান যে সন্দেহভাজন ব্যক্তি বান্দ্রা রেলস্টেশন থেকে লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনে চড়েছে।

 

মুম্বাইয়ের বাইরে সে চলে গেছে বা মুম্বাইয়ের আশপাশে কোথাও গা ঢাকা দিয়েছে। বান্দ্রা রেলস্টেশনের সিসিটিভি ক্যামেরা থেকে আরেকটি নতুন ফুটেজ পেয়েছে মুম্বাই পুলিশ। আর সেই ছবিতে আবার অন্য পোশাকে দেখা গেছে সেই হামলাকারীকে। পুলিশ জানিয়েছে যে পুলিশকে বিভ্রান্ত করতে অভিযুক্ত ব্যক্তি বারবার কাপড় বদলাচ্ছে। পুলিশের অনুমান যে হামলাকারী কোনো ক্রাইম ওয়েব সিরিজ বা সিনেমা দ্বারা প্রভাবিত হয়ে এ রকম করছে। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির আচার–আচরণ পেশাদার অপরাধীর মতো লাগছে না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র অনুযায়ী এখন পর্যন্ত তদন্তে অভিযুক্ত ব্যক্তির কোনো অপরাধজনিত রেকর্ড পাওয়া যায়নি। তার পরিবার বা বন্ধুবান্ধবের ব্যাপারে কোনো তথ্য পায়নি পুলিশ। পুলিশ এ মামলায় প্রযুক্তিগত কোনো সাহায্য এখনো পায়নি বলে জানা গেছে। মুম্বাই পুলিশ আর ক্রাইম ব্রাঞ্চের ৩৫ দল অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করতে চিরুনি অভিযান চালাচ্ছে। মুম্বাইয়ের সব রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। মহারাষ্ট্রের বাইরের রাজ্যগুলোয় পুলিশ আততায়ীকে খোঁজার কাজে লেগে পড়েছে।

এ হামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাইফের জবানবন্দি। পুলিশ অভিনেতার জবানবন্দি নিতে চেয়েছিল। কিন্তু চিকিৎসক পুলিশকে এখনো সাইফের জবানবন্দি নেওয়ার অনুমতি দেননি। চিকিৎসক জানিয়েছেন যে সাইফ এখনো বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই। এদিকে পুলিশ কারিনা কাপুর খানের বয়ান নিয়েছে। কারিনা পুলিশকে জানিয়েছেন যে সাইফ বাচ্চা ও নারীদের রক্ষা করতে গিয়েছিলেন। আর হামলাকারী বাচ্চাদের ঘরে প্রবেশ করেছিল। কিন্তু আততায়ী সাইফ-কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরের কাছে যেতে পারেনি। আর হামলাকারী খুবই হিংস্র ছিল বলে কারিনা বয়ানে বলেছেন। সাইফকে একাধিকবার কোপ মারা হয়েছিল বলে কারিনা জানিয়েছেন। আরও খবর যে মুম্বাই পুলিশ সাইফ-কারিনার বাসার এক পরিচারিকাকে আটক করেছে।

 

মুম্বাই পুলিশের দল সাইফ-কারিনার অ্যাপার্টমেন্টে গিয়ে সবার জবানবন্দি নিয়েছে। এখন পর্যন্ত পুলিশ এ মামলায় প্রায় ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এর মধ্যে অধিকাংশ সাইফের পরিচিত বলে জানা গেছে।

 

 

0Shares