প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
বিনোদন ডেস্ক:বলিউড তারকা সাইফ আলি খানের অবস্থা স্থিতিশীল। শুক্রবারেই তাকে স্থানান্তরিত করা হয় আইসিইউ থেকে সাধারণ শয্যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, আলাদা কেবিনে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে তার জন্য। সেখানেই ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন। ছুটি পেলে বাড়ি গিয়ে টানা বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। কোনো রকম নড়াচড়া চলবে না। তার শরীরে একাধিক আঘাত এবং সেগুলি গুরুতর, যার মধ্যে একটি মেরুদণ্ডের খুব কাছে। বেশি নড়াচড়া মানেই সেখান থেকে রক্তপাতের আশঙ্কা রয়েছে। সংক্রমণও ছড়াতে পারে।এরই মধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে অভিনেতার ওপর হামলাকারী। অবশেষে পরিবারের পক্ষ থেকে মুখ খুললেন বোন সোহা আলি খান। ভাইকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে দুবেলা নিয়ম করে দেখা করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি সাইফের স্বাস্থ্যের প্রসঙ্গে সোহা বলেন, ‘আমরা খুব খুশি যে, ভাই চিকিৎসায় সাড়া দিচ্ছে, দ্রুত সেরে উঠছে। আমরা খুবই ভাগ্যবান, যা হয়েছে তার থেকে আরও বেশি খারাপ কিছু হয়নি।’ সাইফ এই মুহূর্তে চিকিৎসাধীন লীলাবতী হাসপাতালে। খুব ঘনিষ্ঠজন এবং পরিবারের সদস্য ছাড়া আর কেউ নবাব-পুত্রের কাছে পৌঁছতে পারছেন না। জখম অবস্থাতেও যেভাবে হাসপাতালে ঢোকেন তিনি, তাতে অভিনেতার সাহসিকতার তারিফ করছেন তার চিকিৎসকেরাও। তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech