প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক :: ২০১৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রায় ৫৭ হাজার কোটি টাকা আত্মসাত করেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার বোন রেহানা। ওই টাকা ইংল্যান্ডে এসেছে টিউলিপ সিদ্দিকের কাছে ফ্ল্যাট উপহারের নামে। তাকে ইতোমধ্যে মন্ত্রীত্ব থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
আমরা তার এমপি পদ থেকে বহিস্কারের দাবী করছি। বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ভাগিনা টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের পার্লামেন্ট থেকে অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইক্যুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই) এর উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক হাসান জাভেদ।
মঙ্গলবার দুপুরে পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত মানববন্ধনে লন্ডনে বসবাসরত মানবাধিকার কর্মী সহ পেশাজীবিরা উপস্থিত ছিলেন।
ইআরআই সভাপতি মাহবুব আলী খানশূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন ইআরআইয়ের অর্গানাইিজিং সেক্রেটারী জুবায়ের আহমেদ।
মাহবুব আলী খানশূর বলেন, শেখ পরিবারের ঐতিহ্য দুর্নীতি। এই দুর্নীতিগ্রস্থ সদস্য টিউলিপকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে বহিস্কার করে ব্রিটিশদের সুনাম রক্ষার দাবী করেন তিনি। অন্যথায় ব্রিটিশ প্রধানমন্ত্রীরও পদত্যাগ দাবী করেন তিনি।
ইআরআইয়ের মাইনোরিটি সেক্রেটারী তাহমিনা আক্তার বলেন, বাংলাদেশের যে শাসক দুর্নীতির জন্য দেশ থেকে পালিয়ে গেছে সেই হাসিনার ভাগিনা ব্রিটেনে দুর্নীতির দায়ে মন্ত্রীত্ব হারিয়েছেন। তাকে পার্লামেন্ট থেকেও বহিস্কারের দাবী করছি আমরা ইআরআই।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইআরআইয়ের সহ সভাপতি রোক্তা হাসান, শামসুল ইসলাম, ইমাদ, শাহরিয়ার কালাম আযাদ, ব্রিটিশ নাগরিক ডেভিড ও ক্যাথরিনসহ প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech