প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক :নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী । গতকাল অমর একুশে বইমেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপি’র নেয়া নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ এখন নিষিদ্ধ। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কী ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে, এ প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা এ বিষয়ে সবসময় কাজ করছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। আমরা এসব প্রোগ্রাম প্রতিহত করছি। প্রোগ্রাম তো দিতেই পারে, কিন্তু সেগুলো আমরা প্রতিদিনই মোকাবিলা করছি।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তারা যদি কোনো প্রোগ্রাম করার পদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। আমাদের দৃষ্টিতে কোনো আশঙ্কা দেখি না।
বইমেলা ঘিরে বিগত সরকারের আমলে সহিংসতার ঘটনা ঘটেছে। পরে এসব ঘটনার সঙ্গে অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা এখন কারামুক্ত। তাদের বিষয়ে কোনো নজরদারি থাকবে কিনা- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এরকম যারা সন্দেহভাজন আছেন আমরা তাদের নজরদারিতে রাখছি। প্রতি বছর বইমেলায় কিছু লেখক বা প্রকাশনী উস্কানিমূলক কিছু বই প্রকাশ করে। এ বিষয়ে ডিএমপি’র কোনো নজরদারি রয়েছে কিনা- প্রশ্ন করা হলে তিনি বলেন, কয়েকটি সমন্বয় সভা করেছি। বাংলা একাডেমির কর্মকর্তাদের আমরা বলেছি, যেন কোনো ধরনের উস্কানিমূলক বই মেলায় না আসে। তারা যেন বই স্ক্যানিং করে মেলায় পাঠায়।
ঢাকা মহানগরীতে যে যেভাবে পারছে আন্দোলন করছে। ফলে মহানগরীতে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এখন আবার বইমেলা শুরু হচ্ছে। এ পরিস্থিতিতে পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ কীভাবে করবে, জানতে চাইলে ঢাকার পুলিশপ্রধান বলেন, ঢাকা শহরের ট্রাফিক অবস্থা খুবই নাজুক। মানুষ খুবই কষ্ট করছে। আমার নিজেরও কষ্ট লাগে। কারণ এই শহরের ট্রাফিক ব্যবস্থা তো আমিও দেখি। যখন দেখি মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে, ছোট একটা দাবি নিয়ে ২০ জন লোক রাস্তা আটকে দেয়, তখন খারাপ লাগে। আমি তাদের বলবো আপনারা ছোট দাবি নিয়ে রাস্তা আটকায়েন না। আপনারা ফুটপাথে অবস্থান করুন। কিন্তু দুঃখজনক যেকোনো দাবি দেয়ার মোক্ষম স্থল হয়ে গেছে রাস্তা অবরোধ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech