প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক :দক্ষিণ সুরমা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলীম উল্লাহ খান, দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) কাজী তোবারক হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরামুল হক, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, আশরাফুল ইসলাম ইমরান প্রমুখ।
সভায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে পরিবহনের বিরুদ্ধে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই দিন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মাসিক সভাও অনুষ্ঠিত হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech