যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কনিষ্ট পুত্র মরহুম আরাফাত রহমান কোকো সহ শহীদ সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, দেশব্যাপী অসুস্থ ও আহত নেতা কর্মীবৃন্দের সুস্থতা কামনা করে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার ৩১ শে ডিসেম্বর পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

 

 

 

 

এসময় মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেন অতি দ্রুত সুস্থ হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আরো উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারেন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আধুনিকায়ন কর্মসংস্থান বৃদ্ধি ও যুবসমাজকে বেকারত্ব দূরীকরনের জন্য যে পরিকল্পনা করেছেন তা এগিয়ে নিতে দলের সকল নেতাকর্মীদের এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।

পরে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এবং মরহুম আরাফাত রহমান কোকো সহ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীসহ সকলের কাছে দোয়ার আহবান জানান।

 

 

 

এতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ,আলহাজ্ব তৈমুছ আলী,সেলিম আহমেদ, যুক্তরাজ্য সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ ক্রীড়া সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ সরফু ময়নুল ইসলাম সোহাগ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের মুস্তাফিজুর রহমান ফেরদাউস,শহীদুল ইসলাম স্বপন,নুরুল আমিন আকমল, তাজুল আলম কোরেশী রানা,হারুন অররশীদ,শেখ সাদেক আহমেদ,আলীফ মিয়া,শামীম আহমেদ কামাল হোসাইন,জামাল মিয়া প্রমুখ।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ