ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ব্যারিস্টার জায়মা রহমান

প্রকাশিত: ৫:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ব্যারিস্টার জায়মা রহমান

ডায়ালসিলেট ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এসে পৌঁছান তিনি। গত ১০ই জানুয়ারি বিএনপি’র একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগদানে অংশগ্রহনের জন্য।

এতে বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণ পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে যাননি। তার প্রতিনিধিত্ব করবেন কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ