কেউ কোনো দলে যুক্ত হতে চাইলে সরকার থেকে বের হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: যারা সরকারের বাইরে আছেন তারাই নতুন দল গঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত। আমরা কেউ যদি দলে যুক্ত হতে চাই শুধু নতুন দল না, অন্য কোনো দলেও যুক্ত হতে চাই তাহলে সরকার থেকে বের হয়ে গিয়ে এটা করব।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্ঠা মো. নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ সরকারের কাঠামো নিয়ে নানা ফর্মুলা আছে অন্তর্বর্তী সরকারের কাছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এক্ষেত্রে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে। এক্ষেত্রে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন না কি রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে?

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, নানা ধরনের প্রস্তাবনা আসছে। এগুলো বিবেচনা করা হবে। আমরা সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করছি না। যে অবস্থায় আছে, যথষ্টে নিরপেক্ষভাবে কাজ করা হচ্ছে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে হয়তো সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বিএনপি তো এই বছরের মাঝামাঝি বলছে না। হয়তো এক-দুবার বলছে। ড. মুহাম্মদ ইউনূস একটা সময়রেখা দিয়েছেন, মোটামুটি আমরা সেটাকে ধরেই এগুচ্ছি। আশা করি, রাজনৈতিক দলগুলো সহমত পোষণ করবে। নির্বাচনের কার্যক্রম থেমে নেই জানিয়ে তিনি বলেন, ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ওপর গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ