ফাইনালে উঠেও খুশি নয় লিভার পুল অধিনায়ক

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

ফাইনালে উঠেও খুশি নয় লিভার পুল অধিনায়ক

স্পোর্টস ডেস্ক :লিগ কাপে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল লিভারপুল। পাশাপাশি প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা। তবে সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় আশঙ্কা ছিল বিদায়ের। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে লিভারপুল ফিরতি লিফ জিতেছে ৪-০ গোলে। লিভারপুলের জয়ে গোল করেছেন কোডি গাকপো, মোহাম্মদ সালাহ, দমিনিক সোবোসলাই এবং ভার্জিল ফন ডাইক। শিরোপা ধরে রাখার ফাইনালে লিভারপুল মুখোমুখি হবে নিউক্যাসলের। অন্য সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে আর্সেনালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নিউক্যাসল।
অ্যানফিল্ডে শুরু থেকে আগ্রাসী লিভারপুল প্রথম গোলটি আদায় করে ৩৪ মিনিটে। দারুণ ছন্দে থাকা গাকপো করেন দলের হয়ে প্রথম গোল।  বিরতির পর লিভারপুলকে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি এনে দেন সালাহ। এটি চলতি মৌসুমে সালাহর করা ৮ম পেনাল্টি গোল।২০১৩-১৪ মৌসুমে স্টিভেন জেরার্ডের করা ১১ পেনাল্টি গোলের পর লিভারপুলের হয়ে সালাহর ৮ গোলই এখন সর্বোচ্চ। ম্যাচের ৭৫ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান ৩-০ করেন সোবোসলাই আর ৮০ মিনিটে চতুর্থ গোলটি করে ম্যাচ একরকম শেষ করেন ফন ডাইক। ২০১৮ সালে লিভারপুলের জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ গোল করেছেন ফন ডাইক, যা প্রিমিয়ার লীগের ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ। দারুণ এই জয়ে লিভারপুল এখন ১১তম লিগ কাপ শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। নিউক্যাসলকে ফাইনালে হারাতে পারলে ১০ ট্রফি জিতে শীর্ষে থাকা লিভারপুলের রেকর্ডটা আরও সমৃদ্ধ হবে। এই তালিকায় দুই নম্বরে ৮ ট্রফি জেতা ম্যানচেস্টার সিটি। শুধু শিরোপা জেতাতে নয়, ফাইনালে খেলাতেও সবার ওপরে আছে লিভারপুল। এ নিয়ে ১৫ বার ফাইনালের টিকিট পেয়েছে লিভারপুল, যা কিনা দ্বিতীয় দ্বিতীয় স্থানে থাকা চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৫ বার বেশি। টটেনহামের বিপক্ষে দাপুটে এই জয়ের পরও অবশ্য খুশি নন লিভারপুল ডিফেন্ডার ফন ডাইক।

0Shares