আই লাভ ডনাল্ড ট্রাম্প. টেসলা কর্তা ইলন মাস্কের পোস্টে হইচই

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

আই লাভ ডনাল্ড ট্রাম্প. টেসলা কর্তা ইলন মাস্কের  পোস্টে হইচই

আন্তর্জাতিক ডেস্ক :‘আই লাভ ডনাল্ড ট্রাম্প…’। টেসলা কর্তা ইলন মাস্কের এমন পোস্টে হইচই পড়ে গেছে নেটপাড়ায়। প্রচার পর্ব থেকে প্রেসিডেন্টের চেয়ারে ট্রাম্পের পুনরায় প্রত্যাবর্তনের মাঝে বহুবার ধনকুবের ইলন মাস্ক খোলাখুলি জানিয়েছেন তিনি ডনাল্ড ট্রাম্পকে কতটা পছন্দ করেন। তবে এ বার এক্স হ্যান্ডেলের কর্তা  একেবারে সরাসরি পোস্ট করে লিখলেন যে, তিনি ডনাল্ড ট্রাম্পকে কতটা ভালোবাসেন। তবে এক্স-এ আই লাভ মেসেজের শেষে ছোট একটা নোটও জুড়ে দিয়েছেন মাস্ক। তিনি লিখেছেন, ‘…একজন স্ট্রেট পুরুষ হিসেবে অন্য একজন পুরুষকে যতটা ভালোবাসা সম্ভব, তিনি ডনাল্ড ট্রাম্পকে ততটাই ভালোবাসেন।’ এদিকে এক্স হ্যান্ডেলে মাস্কের এই পোস্টের প্রতিক্রিয়ায় ঝড় উঠেছে ।  মাস্কের এই কমেন্টে হাসির ইমোজি দিয়েছেন ট্রাম্প পুত্রও। কেউ  বলছেন, ‘গ্রেটেস্ট ব্রোম্যান্স’। কেউ আবার মাস্কের ফুটনোটের দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন।কেউ আবার এমন প্রেম নিবেদন দেখে মনে করিয়ে দিয়েছেন ভ্যালেন্টাইন ডে আসতে আরও কয়েক দিন বাকি। এদিকে মাস্কের পোস্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন ট্রাম্প । হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সামনেই এক সাংবাদিক জিজ্ঞেস করেন মাস্কের এই প্রেম নিবেদন নিয়ে ফার্স্ট লেডি মেলানিয়া কী বলছেন? জবাবে এক গাল হেসে প্রেসিডেন্ট বলেন, ‘ওহ, আমার মনে হয় মেলানিয়া এটা নিয়ে কিছু মনে করবে না।’ ৭৮ বছর বয়সী ট্রাম্পের  হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের  কয়েক সপ্তাহ পরে, প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে নিজের অবস্থানকে শক্তিশালী করার পরে মাস্কের এই পোস্ট। ট্রাম্প এবং মাস্ক ওয়াশিংটনে এক জোটবদ্ধ শক্তি হিসাবে আবির্ভূত হয়েছেন । অফিসে ফিরে আসার প্রথম সপ্তাহেই , ট্রাম্প একের পর এক  নির্বাহী আদেশ জারি করে চলেছেন। যার মধ্যে কড়া অভিবাসন নীতি থেকে জন্মগত নাগরিকত্ব বাতিল সহ একাধিক কড়া পদক্ষেপ রয়েছে। মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE)  ফেডারেল পেমেন্ট সিস্টেম সহ সংবেদনশীল সরকারি রেকর্ডগুলিতে অ্যাক্সেস লাভ করে বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসন, মাস্কের DOGE- সৃষ্টি করার   পাশাপাশি, USAID-এর কর্মীদের উপর অভূতপূর্ব ক্র্যাকডাউন শুরু করেছে। সংস্থাটির জন্য প্রায় সমস্ত তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে।  যার জেরে  বিশ্বব্যাপী সহায়তা এবং উন্নয়ন কর্মসূচি ধাক্কা খেয়েছে।

সূত্র : এনডিটিভি

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ