ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। রাজধানীতে দিনের বেলায় বেশ গরমও অনুভূত হচ্ছে।

 

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এ বছর গ্রীষ্মকাল শুরুই হবে গরম দিয়ে। সুতরাং অস্বাভাবিক তাপমাত্রা থাকাটাই স্বাভাবিক।

 

তিনি আরও বলেন, তাপপ্রবাহ আগে মার্চে হতো; কিন্তু গত বছর এপ্রিলে হয়েছে। দেরিতে হয়ে এটা অনেক দীর্ঘ হয়েছে। গত বছর জুলাই পর্যন্ত তাপপ্রবাহ ছিল। এর আগে ২০২৪ সাল ছিল বিশ্বের উষ্ণতম বছর। বাংলাদেশে এপ্রিল মাসে ছিল রেকর্ড ২৬ দিনের তাপপ্রবাহ। গত জানুয়ারি মাসে স্বাভাবিক তাপমাত্রা সর্বনিম্ন ও সর্বোচ্চ দুটোই বেশি ছিল।

 

আবহাওয়া অফিসের ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক-দুই দিন বজ্রবৃষ্টি ও শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ