প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: জানুয়ারিতে ৬৫৯টি সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন মারা গেছেন, ১২৭১ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ৫৭টি দুর্ঘটনায় ৫৯ জন মারা গেছেন, ২৩ জন আহত, নৌ-পথে ১৬টি দুর্ঘটনায় ১৮ জন মারা গেছেন, ৯ জন আহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন।
এই সময়ে ২৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০১ জন মারা গেছেন ও ২৩৯ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৪৩.৮৫ শতাংশ, মারা যাওয়ার ৪৪.৪৬ শতাংশ ও আহতের ১৮.৮০ শতাংশ।
এছাড়া ১৫৬টি বাস দুর্ঘটনায় ১৫৯ মারা গেছেন ও আহত হয়েছেন ৪৫২ জন। যা মোট দুর্ঘটনার ২৩.৬৭ শতাংশ, মারা যাওয়ার ২৩.৪৯ শতাংশ ও আহতের ৩৫.৫৬ শতাংশ। ১৬৩টি ব্যাটারিচালিত-ইজিবাইক-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন মারা গেছেন ও ৩৩৬ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ২৪.৭৩ শতাংশ, মারা গেছেন ২০.৫৩ শতাংশ ও আহতের ২৬.৪৩ শতাংশ।
চলতি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে, সবচেয়ে কম দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে।
যাত্রী কল্যাণ সমিতি জানায়, দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য ৯৬টি জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ প্রকাশিত সংবাদ মনিটরিং করে ধারাবাহিকভাবে এই প্রতিবেদন তৈরি করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech