নেতানিয়াহু : গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

নেতানিয়াহু : গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এটি তিনটি ধাপে করা হয়েছে। এর প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন। চুক্তির শর্তে বলা আছে, প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে শেষ ধাপে।তবে ইসরায়েলি কয়েকটি সূত্র সংবাদমাধ্যম হারেতজকে জানিয়েছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চান না। তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন।

দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন নেতানিয়াহু। তবে তাদের দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে আলোচনার কোনো ‘পাওয়ার’ দেওয়া হয়নি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ