প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: জার্মানির মিউনিখে একটি শ্রমিক ইউনিয়নের সমাবেশে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এমন ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে প্রাথমিকভাবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মিউনিখের সিডলস্ট্রাসে এক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে সমাবেশ করছিল। এ সময় একটি ‘মিনি কপার’ গাড়ি ইচ্ছাকৃতভাবে সেখানে লোকজনকে চাপা দেয়।
মিউনিখ পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, একটি গাড়ি একদল লোককে চাপা দিয়েছে। ঘটনাস্থলে আমাদের শক্তিশালী বাহিনী রয়েছে। কর্মকর্তারা ২৪ বছর বয়সী আফগান বংশোদ্ভূত চালককে আটক করতে সক্ষম হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি একজন আশ্রয়প্রার্থী। তার বিরুদ্ধে এর আগে মাদক ও চুরির অভিযোগে তদন্ত হয়েছিল।
এক সংবাদ সম্মেলনে বাভারিয়া অঞ্চলের প্রধান মার্কাস সোডার বলেন, এটি ইচ্ছাকৃত হামলা বলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজন হামলাকারী ইচ্ছাকৃতভাবে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিল নাকি দুর্ঘটনাবশত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, সমাবেশটি জার্মানির দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনাইটেড সার্ভিসেস ইউনিয়ন বা ভার্দিরা আয়োজন করেছিল। শ্রমিকরা পৌরসভার কর্মচারীদের জন্য ৮ শতাংশ বেতন বৃদ্ধি বা প্রতি মাসে কমপক্ষে ৩৫০ ইউরো, উচ্চতর বোনাস এবং অতিরিক্ত ছুটির দিন দাবি করেছে।
এ ঘটনার পর ইউনিয়ন তাদের সমাবেশ প্রত্যাহার করে নেয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গত ডিসেম্বরেও জার্মানিতে ৫০ বছর বয়সী সৌদি মনোরোগ বিশেষজ্ঞ ম্যাগডেবার্গ ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে তার গাড়ি উঠিয়ে দিয়েছিলেন। এর ফলে এক শিশুসহ পাঁচ জন প্রাণ হারায় এবং ২০০ জনের বেশি লোক আহত হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech