প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত সরকার সাড়ে চার হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করেছে। ৩৬ জুলাইয়ের পর বিচারবহির্ভূত হত্যা বন্ধ হয়েছে। কিন্তু এখনো মিথ্যা মামলা বন্ধ করতে পারিনি।
আজ দুপুরে ময়মনসিংহ নগরীর একটি রিসোর্টে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ কর্মশালায় বিভাগের চার জেলার বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।
তিনি বলেন, বিগত সময়ে (আওয়ামী সরকার) পুলিশ বাদী হয়ে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে। তবে ৩৬ জুলাইয়ের (৫ আগস্টের) পর পুলিশ কোনো মামলা করেনি। বিগত সময় ৭০০ মানুষ গুম হয়েছে, বর্তমানে তা বন্ধ।
অ্যাটর্নি জেনারেল বলেন, গত ১৫ বছরে যেসব মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হবে। আকাশের যত তারা, আইনের তত ধারা আছে। আমরা এসেছি ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করতে। আমরা এসেছি শহীদদের রক্তের দায় থেকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে। এ যাত্রায় ফেল করলে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব হারাবে।
ফ্যাসিজমকে বিচারের মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা সতর্কতার সঙ্গে দেখেছি, গত ১৫ বছর কীভাবে কারা ফ্যাসিজমের পক্ষ নিয়েছেন, এখনো অনেকে মদদ দিচ্ছেন। কিন্তু ফ্যাসিজমকে বিচারের মুখোমুখি হতে হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech