প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি এখন তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে নতুন করে আলোচনায়। দুজনের পরিচয় কয়েক বছরের হলেও সম্প্রতি আদালত চত্বরে পরীমণির সঙ্গে দেখা যায় শেখ সাদীকে, যেমনটা এর আগে দেখা যায়নি। এদিন শেখ সাদী জামিনদার হন পরীমণির। এর পর থেকে পরীমণি ও শেখ সাদী বেশ চর্চিত একটি নাম। কারও মতে, পরীমণি ও শেখ সাদী দুজনে প্রেমে মজেছেন। তা ছাড়া ইদানীং দুজনের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে বেশ আলোচনা চলছে।
শেখ সাদীর গাওয়া গান পরীমণি তার ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমণিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠছেন। এতে মোটামুটি পরিষ্কার, দুজনে প্রেম করছেন।
এদিকে দিন দশেক আগে শেখ সাদীর একটি পোস্ট দুজনের সম্পর্ক নিয়ে আলোচনাকে উসকে দেয়। এদিন সাদী তার ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’
সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমণি মন্তব্য করেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লেখেন, ‘ওহ!’ কেউ কেউ বলছেন, ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। জানিয়েছেন, তিনিই পরীমণির একমাত্র যোগ্য।
শেখ সাদী অবশ্য পরে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘ও রকম সিরিয়াস কিছু ভেবে পোস্টটি দিইনি। কিন্তু সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা-ও ভাবতে পারিনি।’
তবে প্রেমের সম্পর্কের বিষয়টি দুজনের কেউই নিজ মুখে স্বীকার করেননি।
এবার গণমাধ্যমের কাছে শেখ সাদী ও নিজের সম্পর্কের ব্যাখ্যা দিলেন পরীমণি, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা-ই আমার কাছে।’
তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। পরীমণির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন।
তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়। পরীমণি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সাদী প্রসঙ্গে পরীমণি এ-ও বলেন, ‘একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’
পরীমণির ফেসবুক পেজে শেখ সাদীকে নিয়ে গত কয়েক মাসে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। ভিডিও ক্লিপও দিয়েছেন পরীমণি। একটি ভিডিওতে পরীমণি লিখেছেন, ‘…পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো…।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech