প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ফুটপাতের দুই হকারকে তুলে নেওয়ার অভিযোগে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করেছেন স্থানীয় হকাররা।
শুক্রবার রাত ৮-১০টা পর্যন্ত জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হকাররা। পরে দুই হকারকে উদ্ধার করে পুলিশ জিন্দাবাজারে নিয়ে আসলে তাদের ওপরও হামলা করে বিক্ষুব্ধ হকাররা।
পরে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন ঘটনাস্থলে এসে অভিযুক্ত মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের ঘোষণা দিলে অবরোধ তুলে নেয় হকাররা।
হকাররা জানান, দীর্ঘদিন ধরে বন্দর থেকে চৌহাট্রা পর্যন্ত ফুটপাতে যে সকল হকার বসে তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব। কেউ চাঁদা না দিলেই তাকে তুলে নিয়ে নির্যাতন করতেন তিনি। এরই ধারাবাহিকতায় আজও দুইজন হকারকে তুলে নিয়ে যায় জয়দীপ। এর প্রতিবাদেই সকল হকাররা রাত ৮টা থেকে জিন্দাবাজার সড়ক অবরোধ করে এবং তুলে নিয়ে যাওয়া দুই হকারকে উদ্ধার ও যুবদল নেতা জয়দীপ চৌধুরীকে গ্রেফতারের আল্টিমেটাম দেয়।
এদিকে জিন্দাবাজার মোড়ে অবরোধের কারণে প্রায় ২ ঘণ্টা আটকা পড়ে এই পথে যাতায়াতকারী যানবাহনের যাত্রীরা। এক পর্যায়ে রাত ১০টার দিকে পুলিশ অপহৃত দুই হকারকে উদ্ধার করে আন্দোলনকারীদের হাতে তুলে দেন। এ সময় পুলিশের ওপরও ক্ষিপ্ত হতে দেখা যায় হকারদের। পুলিশ সদস্যরা চলে যেতে চাইলে তাদের ধাওয়া করতে দেখা যায় তাদের। দুই এক পুলিশের গায়ে হাত তুলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
পরে ঘটনাস্থলে আসেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে বহিষ্কারের আশ্বাস দিলে আন্দোলনরত হকাররা অবরোধ ছেড়ে দেন।
এ বিষয়ে জয়দীপ চৌধুরীর মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech