প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
কুলাউড়া প্রতিনিধি :কুলাউড়া প্রতিপক্ষের হামলায় জেবুল মিয়া (২৬) নামক এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ রাত ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুলাউড়া থানা নিয়ে আসে।
ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৪ জনকে আটক করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয় লোকজন জানান, শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের রহমত আলীর ছেলে জেবুল মিয়ার সাথে একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জাবের মিয়া নামক এক ব্যবসায়ীর পূর্ব বিরোধ ছিলো। মুলত সীমান্ত এলাকার চোরাচালানী নিয়ন্ত্রণের ঘটনাকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত।
ঘটনার দিন শনিবার জেবুল মিয়া লোক মারফত খবর দিয়ে নিহত জাবেল মিয়াকে নিশ্চিন্তপুর গ্রামের আতিকের দোকানে আনা হয়। জাবেল মিয়া সরল বিশ্বাসে নিশ্চিন্তপুর আসার পর উভয়ের বাকবিতন্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে জাবের মিয়ার সহযোগিরা পরিকল্পিতভাবে জেবুল মিয়ার উপর হামলা চালায়। দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাত ১১টায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল হাসান, অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার ও এসআই সুজন মিয়া ঘটনাস্থলে যান এবং নিহত জুবেল মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে।
আটকৃতরা হলো- আশাহীদ মিয়া (৪০) রকিব (৪০) আতিক মিয়া (৪০) ও সুমন মিয়া (২০)। এরা সকলেই শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমরা ৪ জনকে আটক করা হয়েছে। নিহত জুবেল মিয়ার পিতা রহমত মিয়া বাদি হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রোববার ০২ মার্চ সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বাকি আসামী গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech