প্রকাশিত: ৪:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর ফলে টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ একই মাঠে খেলার ‘সুযোগ’ পাচ্ছে ভারত। ভ্রমণঝক্কি নেই, কয়েকটি ভেন্যু নিয়ে ভাবনা নেই। একটি নির্দিষ্ট ভেন্যুর কন্ডিশনকে মাথায় রেখেই দল গোছানোর সুযোগ পেয়েছে তারা। হাইব্রিড মডেলের সুবাদে ভারতের পাওয়া এসব ‘বাড়তি সুবিধা’ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইন এবং মাইক আথারটন, প্রোটিয়া ক্রিকেটার রাসি ফন ডার ডুসেনরা প্রশ্নকর্তাদের দলে রয়েছেন। তবে ভারত সুবিধা পাচ্ছে–এই বিষয়টি নিয়ে বেশি মাথা না দিয়ে বরং আথারটনদের নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে জবাব দিয়েছেন গাভাস্কার। চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারা সবাই জ্ঞানী এবং অভিজ্ঞ। তোমাদের দল যে (সেমিফাইনালে) উঠতে পারল না, সে দিকে নজর দিচ্ছ না কেন? আমি তোমাদের এই প্রশ্নটাই করছি। সারাদিন ভারতের কথা না ভেবে তোমরা কি নিজেদের দিকে তাকিয়েছ? তোমাদের দলের ছেলেদের মানসিক অবস্থা এমনই যে, তারা ফলাফল নিয়ে মাথা ঘামায় না!’
ভারতের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘তোমাদের ফলাফল নিয়ে মাথা ঘামাতে হবে। তোমাদের দেশ নিয়ে মাথা ঘামাতে হবে। যে দলের জন্য খেলছ তাদের নিয়ে মাথা ঘামাতে হবে। বরং ওই দায়িত্বটা আরও বড়। সব সময়ই দেখি তারা হা হুতাশ করে যে- ভারত এটা করেছে, ভারত ওটা করেছে…. এটা লাগাতার চলতে থাকে। আমাদের এখন এসব অগ্রাহ্য করার সময় এসেছে। তারা হা হুতাশ করুক। আমাদের মনোযোগ দেওয়ার আরও ভালো জিনিস আছে।’
ক্রিকেটের সবচেয়ে বড় বাজার এখন ভারত। ক্রিকেটের আয়ের বড় একটা অংশ ভারতীয়দের পকেট থেকে আসে–সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এখন মানের দিক থেকে, আয়ের দিক থেকে, প্রতিভার দিক থেকে, বিশেষ করে অর্থ আয়ের দিক কোন জায়গায় আছে, সেটা তাদের ধারণাতেই নেই। টেলিভিশনের সম্প্রচার স্বত্ব এবং মিডিয়া থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটে ভারতের বড় অবদান রয়েছে। তাদের বোঝা দরকার, বিশ্ব ক্রিকেটে ভারতের যে অবদান তার ওপরে তাদের বেতন নির্ভর করে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech