রহস্য উন্মোচন করবেন অভিনেত্রী শুভশ্রী

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

রহস্য উন্মোচন করবেন অভিনেত্রী শুভশ্রী

বিনোদন ডেস্ক :নতুন সিরিজে নতুন রূপে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। বিগত কয়েক বছর ধরে ছক বাঁধা নিয়ম ভেঙে উপস্থাপন করেছেন তিনি। একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নিজেকে দর্শকদের সামনে বারবার তুলে ধরেছেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’ – এ অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর এই সিরিজে তাকে সাংবাদিকদের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। অদিতি রায় এটি পরিচালনা করবেন। মহিলা কারাগারে কারাবন্দীরা কীভাবে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ছেন, যেখানে কোন পুরুষ প্রবেশের অনুমতি নেই। সেই রহস্য উন্মোচন করবেন অভিনেত্রী। আর এখানে রহস্য সমাধান করার জন্য তাকে সাংবাদিকদের ভূমিকায় দেখা যাবে। কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ সদ্যই ত্রিশে পা রেখেছে। আর এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী ‘গল্পের পার্বণ ১৪৩২’- এ তারা একগুচ্ছ নতুন বাংলা কন্টেন্টের ঘোষণা দেয়। তাদের এই কন্টেন্ট গুলোর মধ্যে একটি ‘অনুসন্ধান’।

0Shares