রহস্য ফাঁস করলেন কুসুম

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

রহস্য ফাঁস করলেন কুসুম

বিনোদন ডেস্ক :অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন কুসুম শিকদার। অভিনয়ের বাইরে তিনি একাধারে লেখক এবং গায়িকা হিসেবেও পরিচিত। এ ছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম পরিচালিত সিনেমা ‘শরতের জবা’। ছোট পর্দার মধ্যদিয়ে অভিষেক হলেও চলচ্চিত্রের একজন পরিচিত মুখ হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। দুই দশকের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন কুসুম। ৪৪ বছরে পা দিলেও নিজের সৌন্দর্য এখনো আগের মতোই ধরে রেখেছেন অভিনেত্রী। এর রহস্য ফাঁস করে অভিনেত্রী বলেন, আমি খুব পজেটিভ মানুষ। সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করি। মানসিক চাপ নেই না। যত মানসিক চাপ আছে সেগুলোতে ফোকাস করি না। এটা আমি মনের সৌন্দর্যের কথা বললাম। আর বাহিরে আমি নিজের মতো থাকতে পছন্দ করি। যেই পোশাক আর গয়না আমার আরামদায়ক মনে হবে আমি সেটাই পরি। এ ছাড়া সুস্থ জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তি সৌন্দর্য ধরে রাখার মূল চাবিকাঠি। এ ছাড়া পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভালো বই পড়া তার মানসিক শান্তি ও সৌন্দর্য রক্ষায় সহায়তা করে। কুসুম জানান, নিজের শারীরিক সৌন্দর্য ধরে রাখতে কঠোর পরিশ্রম করেন তিনি। এমনকি ২০০০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ ১২ বছর ভাত না খেয়ে শুধু মাছ-মাংস খেয়েছিলেন। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মাছ-মাংস খাওয়াও ছেড়ে দিয়ে শুধুমাত্র শাকসবজি খাচ্ছেন। তার সঙ্গে ভাত যোগ করেছেন। বর্তমান ব্যস্ততা নিয়ে কুসুম বলেন, বেশ কিছু নতুন প্রজেক্টে কাজ করছি, তবে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে চাই না।

0Shares