সেচ্ছাসেবকদল সিলেট মহানগর ৬টি থানার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

সেচ্ছাসেবকদল সিলেট মহানগর ৬টি থানার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন

নিজ্বস্ব প্রতিবেদক :: জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল সিলেট মহানগর অন্তর্গত ৬টি থানায় প্রতিষ্টাকালীন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে সিলেট মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফছর খানের স্বাক্ষরিত পত্রে এ কমিটি গঠন করা হয়। সেচ্ছাসেবকদল সিলেট মহানগর অন্তর্গত ৬টি থানায় আহবায়ক ও সদস্য সচিব যারা হয়েছেন তারা হলেন।

১. সিলেট কোতোয়ালী থানা শাখায় মো. কামরুজ্জামান দিপুকে আহবায়ক ও আমজাদ হোসেন (আকাশ)কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

২. শাহপরান থানা শাখার নুরুল হক মাসুমকে আহবায়ক ও সুলেমান খা কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

৩. বিমানবন্দর থানা শাখায় রাশেদুজ্জামান রাশেদকে আহবায়ক এবং এম.এ.হাসান সাগর কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

৪. জালালাবাদ থানা শাখায় শফিকুল ইসলামকে আহবায়ক করে এবং মো.মানিক মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

৫. মোগলাবাজার থানা শাখায় হোসেন আহমদ তালুকদার আহবায়ক এবং মো. ছয়েফ উদ্দিন কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

৬. দক্ষিণ সুরমা থানা শাখায় হোসেন আহমেদ রুহুলকে আহবায়ক, এবং মুন্না ঘোষকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এই উদ্যোগ গ্রহণ করেছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত করে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে সিলেট মহানগর আওতাধীন ৬টি মডেল থানায় স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের আহ্বান করা হয়েছে। এর পর থেকে দলীয় নেতাকর্মীরা তাদের ব্যক্তিগত তথ্য-উপাত্ত জমা দেন এবং সেগুলো যাচাই-বাচাই শেষে গতকাল মঙ্গলবার সিলেট মহানগর অন্তর্গত ৬টি থানা শাখার কমিটি ঘোষণা করা হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ