প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: এখনও চারদিনের মতো বাকি। আগামী ৩০ মার্চ বড়পর্দায় আসছে সিকেন্দার। তার আগে ভবিষৎদ্বানী করে বসেছেন অনেকে, ‘ব্লকবাস্টার হতে যাচ্ছে সালমান খানের মুভি।’ সেই পথে অনেকটা হেঁটেও ফেলেছে সিকান্দার। ব্ক্স অফিসে ঝড় তোলার আগে বুকিংয়ে ঝড় তুলেছে ভাইজানের ছবি। অগ্রিম বুকিং হচ্ছে দেদারছে।
গতকাল শুরু হয় ‘সিকেন্দার’ এর অ্যাডভান্স বুকিং। ঘণ্টাখানেকের মধ্যেই ৪০ হাজার টিকিট শেষ। শুধুমাত্র হিন্দি ভাষার ২ডি ভার্সনের টিকিটই যা বিক্রি হয়েছে। তাতে ১.১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ব্লক বুকিংয়ের হিসেবে বলিউডের সংবাদ মাধ্যম বলছে, অগ্রিম বুকিংয়েই ‘সিকন্দর’ ৫ কোটি টাকার বেশি আয় করেছে।
পিংকভিলা এক প্রতিবেদনে বলেছে, যেভাবে অগ্রিম টিকিট বুকিং হচ্ছে তাতে দুদিন আগেই টিকিট প্রায় পুরোটা বিক্রি হয়ে যেতে পারে। ধারণা করা হচ্ছে, শুক্রবারের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যাবে।
সিনেবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুসারে, সবথেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। ২১.৮৪ লক্ষ টিকিট বেচা হয়েছে অল্প সময়ের ব্যবধানে। দ্বিতীয়স্থানে ২০.৩৯ লক্ষ টিকিট বিক্রি করে মহারাষ্ট্র।
ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে ‘সিকান্দর’। সেন্সর বোর্ডের মুভিটি খুব একটা কাটছাট হয়নি! বেশ কয়েকটি দৃশ্য ঝাপসা করে দেওয়ার পাশাপাশি খান কয়েক শব্দ ‘মিউট’ করে দেওয়া হয়েছে মাত্র।
সিকান্দার পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এটি প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস ও নাজিওয়াদওয়ালা অ্যান্ড সন্স। সিনেমাটিতে সালমান খানের নায়িকা হিসাবে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। একদিন আগেই প্রকাশিত হয়েছে মুভির ট্রেলার। এবার কয়েকদিনের অপেক্ষা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech