প্রকাশিত: ৪:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: ‘ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন’ নামে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আত্মপ্রকাশ ও ২১ সদস্যের কমিটি ঘোষণার কথা জানায় সংগঠনটি।
এতে বলা হয়, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সাধারণ মানুষ বার বার বিভিন্নভাবে ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। স্বাধীনতার অল্প সময় পরেই বহুদলীয় গণতন্ত্র হত্যার মাধ্যমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা হয়। বিগত ১৬ বছর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গণতন্ত্রের আবরণে একদলীয় ফ্যাসিবাদী শাসনব্যাবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল।
২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। জনগণ মুক্ত বাংলাদেশের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু, দুঃখজনক হলেও এরই মাঝে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তির এজেন্টরা এখনো সক্রিয় রয়েছে। তারা সরকারকে বেকায়দায় ফেলে ফ্যাসিবাদবিরোধী শক্তির মাঝে বিভক্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা পতিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের ষড়যন্ত্র করছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় জুলাই বিপ্লবের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ও নতুন করে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য-ই ‘ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন’ প্রতিষ্ঠা করা হয়েছে।
সংগঠন পরিচালনার জন্য মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারকে আহ্বায়ক, এম. গোলাম মোস্তফা ভুইয়াকে মুখ্য সংগঠক, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আনোয়ার শাহাদাত টুটুলকে মুখপাত্র ও গালীব ইহসানকে সদস্য সচিব এবং আরজে সুহিন ইরফানকে (সহপ্রচার ‘মিডিয়া’) করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন: লে. কর্নেল. অব. সৈয়দ আলী আহমেদ, মেজর অব. ডা. আবদুল ওহাব মিনার, মোয়াজ্জেম হোসেন মাতুক (সাবেক চেয়ারম্যান মৌলভীবাজার), ফায়সাল আহমেদ চৌধুরী, সৈয়দ গৌছুল হোসেন, মাওলানা রুহুল আমীন সাদি (সাইমুম সাদি) মাওলানা আবদুল মালিক চৌধুরী, (সিলেট) মো. মঞ্জুর হোসেন ঈসা, এডভোকেট নুরুন্নবী উজ্জ্বল (সুপ্রিম কোর্ট) মিসেস. রোকেয়া হাসেম, মাওলানা এনামুল হক কাফি, সাইয়েদ কুতুব, (চিত্রশিল্পী), এহসানুল হক জসিম (সাংবাদিক ও গবেষক), আবদুল ওয়াহেদ, ফজলুর রহমান, মোবাশ্বিরা নুজহাত তাসনিয়া উপ্তি (উপস্থাপক ও নৃত্য শিল্পী) ওয়াসিম আহাম্মদ, ও এস. এম. তৌকির আলম সামিন প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech