প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: মিয়ানমারে আঘাত হেনেছে ৭.৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প। এতে দেশটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটলেও সেখানে অবস্থানরত বাংলাদেশির ‘নিরাপদ’ আছেন বলে জানিয়েছেন নেপিদোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন।
শুক্রবার (২৮ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মিয়ানমারে সব বাংলাদেশি নাগরিক নিরাপদ আছে। আলহামদুলিল্লাহ। আজ দুপুর ১২টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) মিয়ানমারের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ থেকে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।’
শুক্রবারের এই ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, চীনের ইউনান প্রদেশ, ভিয়েতনাম, বাংলাদেশ ও ভারতের কলকাতা থেকে দিল্লি পর্যন্ত। এর মধ্যে থাইল্যান্ডে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে পড়েছে। এতে বহু হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে ৭.৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
ওই ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমারে ২০ জন এবং থাইল্যান্ডে ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech