প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ২৩ আসামির মধ্যে ১৩ জনের নাম উল্লেখ করে আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ওসি মিজানুর রহমান বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বেআইনিভাবে প্রবেশ করে হামলা, মারধর ও ক্ষয়ক্ষতি করাসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এদিকে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ স্থানীয় নেতারা।
এ সময় বিএনপি নেতারা বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় বিএনপি নেবে না। এ বিষয়ে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ীর নেতৃত্বে ১২ থেকে ১৫ স্থানীয় লোক নিয়ে দুটি সংবাদপত্রের সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুই সাংবাদিককে মারধর, তাদের ক্যামেরা, দুটি মোবাইল ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আদালতের প্রধান ফটকেই এক সাংবাদিকের মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। হামলায় আহত দুই সাংবাদিক বর্তমানে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech