প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে র্যাবের অভিযানে ১৭ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে র্যাবের কয়েকটি টিম অভিযানে অংশ নেয়।
শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব-৯ এর উপঅধিনায়ক মেজর একেএম ফয়সাল।
র্যাব কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে ছিনতাইকারী চক্র। মূলত ১৫ রমজানের পর থেকেই সিলেটের বিভিন্ন জেলায় ছিনতাইসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব ছিনতাইকারীদের আটকে সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে র্যাব-৯।
এরই ধারাবাহিকতায় র্যাবের কয়েকটি টিম বৃহস্পতিবার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালায়। এ সময় সিলেট মহানগর এলাকা থেকে ৭, ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জনসহ সর্বমোট ১৭ জন ছিনতাইকারীকে আটক করা হয়।
র্যাব উপঅধিনায়ক আরও জানান, আটকদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশাও জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech